রুশ হামলায় ৯ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত
ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত প্রায় ৯ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। ইউক্রেনের এক কমান্ডার এ তথ্য প্রদান করেছেন। ছয় মাস আগে ইউক্রেনে রুশ হামলা শুরু হয়।
ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ ভ্যালিরি জালুঝানি সোমবার বলেন, প্রায় ৯ হাজার বীর প্রাণ হারিয়েছেন। তাদের সন্তানদের পরিচর্যার প্রয়োজন।
এই যুদ্ধের সময় রাশিয়ার কতজন সৈন্য নিহত হয়েছে তা জানা যায়নি। তবে দুই সপ্তাহ আগে মার্কিন সামরিক কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ইউক্রেনে রাশিয়া ৭০ হাজার থেকে ৮০ হাজার সৈন্য হারিয়েছে। তারা হয় নিহত হয়েছে, কিংবা আহত হয়েছে। তবে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
জাতিসঙ্ঘের দেয়া তথ্যে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়অর হামলায় ৫,৫৮৭ বেসামরিক লোক নিহত এবং ৭,৮৯০ জন আহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরো বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন