পাকিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে ১৪০০
ছবি: এলএবাংলাটাইমস
পাকিস্তানে ভয়াবহ বন্যায়মৃত্যু বেড়ে একহাজার ৪০০ জনেরকাছাকাছি দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায়১৫ শিশুসহ আরও৩৬ জন প্রাণহারিয়েছেন বলে শুক্রবারদেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
লাখো মানুষকে বাস্তুচ্যুতএবং আনুমানিক একহাজার কোটি ডলারেরক্ষতি করা পাকিস্তানেরএবারের এ ভয়াবহবন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ীকরা হচ্ছে।
কয়েক সপ্তাহ টানাবৃষ্টির পর দেশেরএক-তৃতীয়াংশ ডুবেথাকা বন্যার পানিরলোকালয়ে প্রবেশ ঠেকাতেপাকিস্তানের বেশ কিছুএলাকার বাসিন্দারা অস্থায়ীবাঁধ নির্মাণে নেমেপড়েছেন।
দেশটির ২২ কোটিবাসিন্দার অন্তত সোয়াতিন কোটি মানুষকেইএবারের এ বন্যাচরম বিপাকে ফেলেছে।
বন্যার পানি ঢুকেপড়ার ঝুঁকিতে থাকাদক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধুরভান সৈয়দাবাদ শহরেরবেড়িবাঁধটি মজবুত করতেস্থানীয়রা কাজ করেযাচ্ছেন।
তার কিছুটা দূরেইঅবস্থিত পাকিস্তানের সর্ববৃহৎসুপেয় পানির হ্রদমানচার-এর পানিউপচে আশপাশের বিস্তীর্ণএলাকা ভাসিয়ে নেওয়ারআশঙ্কাও সৃষ্টি হয়েছে।
রেকর্ড বর্ষণ আরউত্তরের পাহাড়গুলোর হিমবাহগলে বিপুল পরিমাণপানি আসায় এবারেরএ নজিরবিহীন বন্যাদেখা দিয়েছে।
কেবল জুলাই আরআগস্টেই পাকিস্তানে ৩৯১মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।বন্যাক্রান্ত এলাকাগুলোর ৬৪লাখেরও বেশি মানুষেরএখনই মানবিক সহায়তাদরকার বলে জানিয়েছেজাতিসংঘ, পাকিস্তানের জন্য১৬ কোটি ডলারসাহায্যও চেয়েছে তারা।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন