উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইউক্রেন: ব্লিংকেন
ছবি: এলএবাংলাটাইমস
ইউক্রেন বাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন সোমবার (১২ সেপ্টেম্বর) এ কথা বলেন। যদিও এখনই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করা খুব আগাম বলা হবে বলে তিনি উল্লেখ করেন।
ইউক্রেন বিশেষত উত্তরপূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনী স্পষ্টত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এটি আমাদের সহায়তার ফল। তবে প্রথম ও সর্বাগ্রে এটি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ও ইউক্রেনীয় জনগণের অসাধারণ সাহস ও দৃঢ়তার ফসল।
ব্লিংকেন আরো বলেন, তবে পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে এখনই এ বিষয়ে কিছু বলা আগাম বলা হয়ে যায়। রুশরা ইউক্রেনে যথেষ্ট সেনা ও গোলাবারুদ মোতোয়েন রাখছে। তারা এসব অস্ত্র ও গোলাবারুদ কেবল ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধেই নয়, দেশটির সাধারণ জনগণ ও বেসামরিক স্থাপনার বিরুদ্ধেও ব্যবহার করছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সোমবার বলেছেন, ইউক্রেনের বাহিনী চলতি মাসে রুশ বাহিনীর কাছ থেকে ছয় হাজার বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন