ঘণ্টার পর ঘণ্টা বিভ্রাটের পর ভেরিজনের নেটওয়ার্ক সেবা স্বাভাবিক
অস্ত্রোপচার ছাড়াই একইসাথে ৬ সন্তানের জন্ম দিলেন মা
অস্ত্রোপচার ছাড়াই একইসাথে ছয় সন্তানের জন্ম দিয়েছেন ২৫ বছর বয়সী এক পাকিস্তানি নারী।
বুধবার দেশটির করাচি শহরের জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল সেন্টারে (জেপিএমসি) ছয় যমজ সন্তানের জন্ম দেন তিনি।
ওই নারীর নাম হিনা নাজিম। তিনি করাচির হাজারা কলোনি এলাকার বাসিন্দা, যেটি কালাপুল হিসেবেও পরিচিত।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ওই ছয় নবজাতকের মধ্যে চারজন ছেলে ও দুইজন মেয়ে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচ শিশুর সবাই সুস্থ ও স্বাভাবিক আছে। জন্মের পর শিশুদের জিন্নাহ হাসপাতাল থেকে পাকিস্তানের জাতীয় শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। তাদের রাখা হয়েছে ইনকিউবেটরে।
সামা নিউজের প্রতিবেদনে জানানো হয়, এর আগে এক সন্তান জন্ম দেয়া হিনা ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘আল্লাহ এত সন্তান দেয়ায় আমি খুবই খুশি।’
জেপিএমসির গাইনি ওয়ার্ডের চিকিৎসক আয়শা ওয়ারিস জানান, বুধবার মধ্যরাতে প্রসববেদনা নিয়ে হাসপাতালে আসেন ওই নারী। স্বাভাবিকভাবেই তার সন্তান প্রসব হয়।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
News Desk
শেয়ার করুন