যুক্তরাষ্ট্রজুড়ে “নো কিংস” বিক্ষোভের আগে ন্যাশনাল গার্ড মোতায়েন
ইলন মাস্ককে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ধনী এখন আর্নল্ট
টুইটারের মালিক এবং টেসলার সিইও ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির পদ হারিয়েছেন। চলতি বছর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের ফলে এ পদ হারান তিনি। তার জায়গায় বিশ্বের সেরা ধনী ব্যক্তির শীর্ষে উঠে এসেছেন বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট।
ফোর্বস ও ব্লুমবার্গ উভয়ের র্যাঙ্কিং অনুযায়ী, মাস্ককে ছাড়িয়ে ধনকুবেরের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বার্নার্ড আর্নল্ট।ফোর্বসের হিসাব অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ১৭ হাজার ৮০০ কোটি ডলার। আর আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৮০০ কোটি ডলার। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছিলেন মাস্ক।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন