আপডেট :

        যুক্তরাষ্ট্রজুড়ে “নো কিংস” বিক্ষোভের আগে ন্যাশনাল গার্ড মোতায়েন

        ইরান থেকে ব্যালিস্টিক মিসাইলের যন্ত্রাংশ পাচার: পাকিস্তানি নাগরিকের ৪০ বছরের কারাদণ্ড

        যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

        ট্রাভেল হিস্টরি থাকা সত্ত্বেও বি১/বি২ ভিসা প্রত্যাখ্যান: অফিসার জোরে কথা বলছিলেন, আচরণ ছিল রূঢ়’

        গাজা সংকটে অগ্রগতি, শান্তি পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্নের পথে

        হঠাৎ বেড়ে গেল প্রবেশ ফি, ট্রেইলার চালানো বন্ধ মালিকদের

        টেস্টের ছোঁয়া, টোয়েন্টির গতি—অদ্ভুত নিয়মে নতুন ফরম্যাট

        জুলাই সনদ স্বাক্ষর থেকে সরে দাঁড়াল গণফোরাম

        প্রতিদিনের খাবারেই লুকিয়ে আছে প্রাণঘাতী বিষ

        যাত্রার আগে এনআইডি বাধ্যতামূলক করছে রেলওয়ে

        পূর্ণাঙ্গ পদ্ধতি না পেলে জুলাই সনদে সইয়ে অস্বীকৃতি এনসিপির

        সমুদ্র বাণিজ্যে নতুন ফি: বন্দরে অতিরিক্ত খরচের ঘোষণা

        বাংলাদেশী শর্ট ফিল্ম 'নিশি'র EMA জয়

        মিরাজের প্রশংসা: বাংলাদেশ দলের খেলায় রয়েছে সম্ভাবনা

        পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ ব্লকেড: ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে শিক্ষকরা অটল

        গাজায় স্থায়ী শান্তির পথে: ট্রাম্প দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর ঘোষণা দেন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

বিস্ম্ফোরণে কাঁপল কিয়েভ

বিস্ম্ফোরণে কাঁপল কিয়েভ

পরপর তিনটি শক্তিশালী বিস্ম্ফোরণে কাঁপল ইউক্রেনের রাজধানী কিয়েভ। গতকাল বুধবার ভোরে প্রথমে সতর্কতা সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণ পরই কিয়েভের কেন্দ্রস্থলে শোনা যায় বিকট শব্দ। এদিন বিস্ম্ফোরণের শব্দে ঘুম ভাঙে কিয়েভের বাসিন্দাদের। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এদিন তাঁরা কিয়েভের আকাশ থেকে এক ডজনের বেশি রুশ ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছেন। এগুলো ইরানের তৈরি 'শাহেদ' ড্রোন বলে দাবি করেন তিনি।

গত অক্টোবর থেকে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তবে দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিড কর্তৃপক্ষ টেলিগ্রামে প্রকাশিত বার্তায় জানায়, বুধবারের হামলায় কোনো বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। ড্রোন ভূপাতিত করায় প্রতিরক্ষা বাহিনীর প্রশংসা করা হয় এতে। ইউক্রেন সরকারের অভিযোগ, কিয়েভে হামলায় ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে রাশিয়া। তবে ইরান বরাবরই রাশিয়াকে ড্রোন দেওয়ার কথা অস্বীকার করে আসছে। কিয়েভে হামলা প্রসঙ্গে সিভেনতনালা নামে এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, প্রথম আঘাতটি হয় স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে। একটি বিস্ম্ফোরক বাড়িগুলোর পেছনে পড়ে এবং প্রচণ্ড আওয়াজে বিস্ম্ফোরিত হয়। শীতের ঋতু নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ ইউক্রেনীয় বলেন, শীত আসছে। কীভাবে লোকজন বেঁচে থাকবে? কিয়েভের অপর বাসিন্দা অন্তন বলেন, অল্পের জন্য আবাসিক ভবনে বিস্ম্ফোরণ ঘটেনি। এমনটি হলে ঘুমন্ত শিশুরাও মারা যেত। বিস্ম্ফোরণে জানালার কাচ ভেঙে গেছে।

আলজাজিরার খবরে বলা হয়, কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো কিয়েভে বড় পরিসরে ড্রোন হামলা চালাল রাশিয়া। এতে প্রাণহানি বা বিদ্যুৎ স্থাপনার ক্ষয়ক্ষতি না হলেও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনে তাপমাত্রা ক্রমেই কমছে। এ পরিস্থিতিতে দেশটির ১ কোটি ৮০ লাখ মানুষের মধ্যে ৪০ শতাংশের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএমের ইউক্রেন মিশনের প্রধান আনহ নগুয়েন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শীতকালে আমাদের অবশ্যই ইউক্রেনীয়দের সহায়তা করতে হবে, বিশেষ করে যাদের আশ্রয় নেই। তিনি জানান, অনেক ইউক্রেনীয় আবার নিজ ভূমিতে ফিরে আসছেন। ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যে এ সিদ্ধান্তের কথা জানানো হবে। উড়োজাহাজ, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টকে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বলে মনে করা হয়। ক্রেমলিন জানিয়েছে, বড়দিন উপলক্ষে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব তারা ইউক্রেনের কাছ থেকে পায়নি। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানান। চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি 'একটি চুক্তিতে পৌঁছার প্রথম পদক্ষেপ হিসেবে' ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের উপপ্রধান বলেছেন, রুশ বাহিনী খেরসনে তাদের আঞ্চলিক সদরদপ্তরকে লক্ষ্যে পরিণত করছে। গত ১১ নভেম্বর শহরটি পুনরুদ্ধার করে ইউক্রেনীয় বাহিনী। এর পর থেকেই শহরটিতে ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ করছে রাশিয়া। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, তাঁর দেশ রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা চালিয়ে যাবে। তুরস্ক, আজারবাইজান ও তুর্কমেনিস্তানের মধ্যে ত্রিদেশীয় সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। গত নভেম্বরে জি৭ভুক্ত দেশগুলো রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি করার ক্ষেত্রে মূল্য নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু এতে দেশটির তেল রপ্তানি না কমে বরং বেড়েছে। আন্তর্জাতিক এনার্জি এজেন্সি (আইইএ) এ তথ্য জানায়। তবে সংস্থাটি বলছে, তেলের দাম কম হওয়ায় রপ্তানি বাড়লেও রাশিয়ার বৈদেশিক মুদ্রা উপার্জন কমেছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত