ইরাকে শক্তিশালী বিস্ফোরণে ৮ পুলিশ নিহত
ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় শহর কিরকুকের কাছে বোমা বিস্ফোরণে অন্তত আট ইরাকি ফেডারেল পুলিশ নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছেন, পুলিশ সদস্যরা পুলিশি কনভয়ে করে যাচ্ছিলেন। সেইসময় বিস্ফোরণ ঘটে। রিপোর্ট, কিরকুকের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সাফরা গ্রামের কাছে এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে অপর দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেনে বলে সূত্রের পক্ষ থেকে বলা হয়েছে।
এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে আইএসআইএল (আইএসআইএস) জঙ্গিরা এলাকাটিতে সক্রিয় রয়েছে বলে জানা গেছে। বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত কিরকুক ২০১৭ সালে ইরাকি নিরাপত্তা বাহিনী কুর্দি বাহিনীর কাছ থেকে দখল করে নেয়। দেশে আইএসআইএল (আইএসআইএস) এর উত্থানের মধ্যে ইরাকি বাহিনী পালিয়ে যাওয়ার পর কুর্দি আঞ্চলিক সরকার শহরটির নিয়ন্ত্রণ নিয়েছিল।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন