অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ ছাড়ছেন জ্যাক মা
চীনের বিখ্যাত ফিনটেক কোম্পানি অ্যান্ট গ্রুপ আজ শনিবার জানিয়েছে, প্রতিষ্ঠাতা জ্যাক মা আর এর নিয়ন্ত্রণ করবেন না। শেয়ারহোল্ডারদের সিদ্ধান্ত মোতাবেক, শিগগিরই কয়েক দফায় শেয়ার হস্তান্তর হবে। এই হস্তান্তর প্রক্রিয়া শেষ হলে কোম্পানিটির নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর মতামত প্রদানের ক্ষমতা থাকবে না। খবর: বার্তা সংস্থা রয়টার্স’র।
আলিবাবা গ্রুপের আওতাধীন অ্যান্ট গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মোবাইল পেমেন্ট কোম্পানি আলিপে। অ্যান্ট গ্রুপের আরও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
জ্যাক মা অ্যান্ট গ্রুপের ৫০ শতাংশের বেশি শেয়ারের মালিক ছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব মতে, সর্বশেষ পরিবর্তনের ফলে তাঁর শেয়ার সংখ্যা ৬ দশমিক ২ শতাংশে গিয়ে ঠেকছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন