ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
কিভাবে শাহরুখ খান পাকিস্তানের এজেন্ট ?
ভারতীয়দের গরু প্রেম
অসহিষ্ণুতার অভিযোগে
দেশব্যাপী বুদ্ধিজীবী, লেখক, চলচ্চিত্র
ব্যক্তিত্বদের প্রতিবাদের মধ্যেই আবারো
বিতর্কিত মন্তব্য করলেন বিশ্ব হিন্দু
পরিষদ (ভিএইচপি) নেত্রী সাধ্বী
প্রাচীর। তাও আবার বলিউডের জনপ্রিয়
তারকা শাহরুখ খানকে নিয়ে। তার মন্তব্য,
শাহরুখ খান পাকিস্তানের এজেন্ট এবং
তিনি একজন দেশদ্রোহী। তার বিরুদ্ধে
দেশদ্রোহের মামলা করা উচিৎ। এমনকি
শাহরুখকে পাকিস্তানে পাঠিয়ে দেয়ারও
দাবি তুলেছেন সাধ্বী প্রাচী।
উল্লেখ্য, গতকালই নিজের ৫০তম জন্মদিনে
দেশে অসহিষ্ণুতার প্রতিবাদে মুখ খোলেন
শাহরুখ খান। তিনি বলেন, ‘দেশে চরম
অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে।
অসহিষ্ণু হওয়াটা অত্যন্ত নির্বোধের
কাজ। আমাদের মতো দেশে
দেশপ্রেমিকদের ধর্মনিরপেক্ষতা
দেখাতে না পারার চেয়ে জঘন্য অপরাধ
আর নেই।’ লেখক-বিদ্বজ্জনেদের পথে
হেঁটে প্রয়োজনে পুরস্কার ফিরিয়ে
দেবেন বলেও জানিয়েছিলেন শাহরুখ। এই
মন্তব্যের জন্যই শাহরুখকে পাকিস্তানি
এজেন্ট বলতেও ছাড়লেন না সাধ্বী
প্রাচী।
শাহরুখ আরো বলেছিলেন, ‘ধর্মীয়
অসহিষ্ণুতা দেশের সুপার পাওয়ার হয়ে
ওঠার পথে প্রতিবন্ধকতা তৈরি করবে।’
এদিকে গত মার্চে শাহরুখ, আমির ও
সালমান খানের সিনেমা বয়কটের ডাক
দিয়েছিলেন এ নেত্রী। তিনি ওই
তারকাদের সিনেমার পোস্টার পুড়িয়ে
দেয়ারও ডাক দিয়েছিলেন। তার অভিযোগ
ছিল, ওই তিন তারকার সিনেমা
সাংস্কৃতিক হিংসা ছড়াচ্ছে।
শেয়ার করুন