শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে ৪ হাজার ৩০০
ছবি: এলএবাংলাটাইমস
তুরস্কের দক্ষিন-পশ্চিমাঞ্চল সিরিয়ার সীমান্তের কাছে ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সবশেষ তথ্য অনুযায়ী, তুরস্কে মৃত মানুষের সংখ্যা ২ হাজার ৯২১। আহত ১৫ হাজার ৮৩৪ জন। সিরিয়ায় নিহত ১ হাজার ৪৪৪ জন। আহত ৩ হাজার ৪১১ জন।
এদিকে তুরস্কের মধ্যাঞ্চলে মঙ্গলবার (৭ জানুয়ারি) নতুন একটি শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, নতুন এই ভূমিকম্পটির কেন্দ্র তুরস্কের গোলবাসি শহরের কাছে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে ভূমিকম্পটি মাত্রা ছিল ৫ দশমিক ৫।
তবে ফ্রান্স-ভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূপৃষ্ঠের ২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
উভয় সংস্থা জানিয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ৩টা ১৩ মিনিটে ভূমিকম্পটি হয়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন