শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
প্যারিসে জেলেনস্কির সঙ্গে বৈঠকে মাখোঁ ও শলৎস
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাজ্যের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পর ফ্রান্স ও জার্মানির কাছে যুদ্ধবিমান চেয়ে অনুরোধ করেছেন।
বুধবার সন্ধ্যায় প্যারিসের প্রেসিডেন্ট প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে জেলেনস্কির। তাকে ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্স ও জার্মানির নেতারা। খবর- বিবিসি।
রাশিয়া অবশ্যই যুদ্ধে জিতবে না- এ সময় এমন বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও জার্মানির ওলাফ শলৎস।
আজ বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। এ সময় তিনি যুদ্ধ বিমানের জন্য আরও অনুরোধ জানাবেন। পশ্চিমা দেশগুলো সম্প্রতি যুদ্ধ ট্যাংক লিওপার্ড২ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনকে। জেলেনস্কি মনে করেন, এটি ছাড়াও ইউক্রেনকে রক্ষায় ফাইটার জেট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ।
বুধবার সন্ধ্যায় এমানুয়েল মাখোঁ ও জার্মানির ওলাফ শলৎসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ইউক্রেনকে যুদ্ধ ট্যাংক, আধুনিক যুদ্ধবিমান ও দূরপাল্লার বিমান সরবরাহ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্স ও জার্মানির 'গেম-চেঞ্জার' হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাখোঁ বলেন, ইউক্রেন ফ্রান্সের সমর্থনের ওপর নির্ভর করতে পারে। দেশটি 'ইউক্রেনকে বিজয় ও তার বৈধ অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ'। ওলাফ শলৎস বলেন, রাশিয়া কিছুতেই এই যুদ্ধে জিতবে না। দেশ দুটি ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করবে কিনা তা অবশ্য নিশ্চিত নয়।
জেলেনস্কি গতকাল বুধবার যুক্তরাজ্য সফরে গেছেন। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করেন। বাকিংহাম প্যালেস জানিয়েছে, জেলেনস্কির সফরের সময়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করার কথা রয়েছে। পাশাপাশি তিনি পার্লামেন্টে ভাষণ দেবেন।
ইউক্রেনে রুশ আগ্রাসনের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশের বাইরে সফরে গেলেন জেলেনস্কি। লন্ডন সফরের শুরুতেই তিনি নতুন সামরিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছেন। এর মধ্যে রয়েছে উন্নত ন্যাটো যুদ্ধবিমান চালাতে ইউক্রেনীয় বিমানবাহিনীর পাইলটদের প্রশিক্ষণ। যদিও পশ্চিমা দেশগুলো কিয়েভকে এখনও এ ধরনের ফাইটার জেট সরবরাহের প্রতিশ্রুতি দেয়নি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন