তুরস্ক থেকে ফিরেই ফুলেল শুভেচ্ছা পেল উদ্ধারকারী দল
ছবি: এলএবাংলাটাইমস
ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান পরিচালনাকারী ৬১ সদস্যের বাংলাদেশ দল দেশে ফিরেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটি দেশে ফেরে।
বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কের আদিয়ামান ও হাতেয় শহরে উদ্ধার অভিযান পরিচালনা করে।
এ সময় দলটি উল্লেখযোগ্য সংখ্যক জীবিত ও মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।একই সঙ্গে সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম ২৫০ জনকে চিকিৎসা সহায়তা দেয়। এছাড়াও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে তাঁবু, শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ থেকে ০৮ ফেব্রুয়ারি ৬১ সদস্যের উদ্ধারকারী দল তুরস্কে যায়।সশস্ত্র বাহিনী,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মিডিয়া সদস্যের একটি সম্মিলিত উদ্ধারকারী দল সেখানে যায়।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন