ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
নাইজেরিয়াতে বোকো হারাম ও সেনাবাহিনীর সংঘর্ষ, নিহত ২৫
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে
বোকো হারাম এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে
কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। স্থানীয়
কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
জঙ্গিরা বুধবার বোসো জেলার একটি গ্রামে হামলা
চালিয়ে পাঁচ বেসামরিককে হত্যা করে। পরে
দেশটির সেনাবাহিনী জঙ্গিদের হটিয়ে দিতে
তাদের ওপর আক্রমণ করে। সেসময় কমপক্ষে
২০ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে
কর্মকর্তারা।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি
নিয়ন্ত্রণে আছে এবং তারা বিভিন্ন অভিযান চালিয়ে
যাবে। তবে সরকারি এক উর্ধ্বতন কর্মকর্তা পরে
ওই সংঘর্ষের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি
রয়টার্সকে জানিয়েছেন, কোনো অভিযান
চালানো হয়নি। আর কোনো হতাহতের ঘটনাও
ঘটেনি।
বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয়
এলাকায় শক্ত ঘাঁটি তৈরি করেছে। তারা সেখান
থেকে সাম্প্রতিক সময়ে নাইজার, চাদ এবং
ক্যামেরুনে বিভিন্ন ধরনের হামলা চালিয়ে যাচ্ছে।
তাদের এসব হামলার কারণে প্রায় ৬ রাখ মানুষ বাস্তুহারা
হয়ে পড়েছে।
শেয়ার করুন