‘কারণ ছাড়াই’ জুম প্রেসিডেন্টকে বরখাস্ত
ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুমের প্রেসিডেন্ট গ্রেগ টম্বকে বরখাস্ত করা হয়েছে। কোম্পানির রেগুলেটরি ফাইল অনুযায়ী, কোনো কারণ ছাড়াই টম্বের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। খবর বিবিসির।
গত বছরের জুন মাসে জুমের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গ্রেগ টম্ব। দায়িত্ব নেওয়ার পর কোম্পানির মূলধন বাড়াতে সাফল্য দেখিয়েছেন তিনি। এর আগে টম্ব গুগলের নির্বাহী হিসেবে দায়িত্বে ছিলেন।
২০১১ সালে জুম প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠানটির সিইও এরিক ইউয়ান। প্রতিষ্ঠার পর কোম্পানিটি প্রযুক্তি বিশ্বে খুব বেশি জনপ্রিয় হতে পারেনি। তবে করোনা মহামারিতে জুম প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে উঠে। ২০২০ সালের এপ্রিলের মধ্যে দৈনিক ৩০০ মিলিয়ন ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ব্যবহার করতে থাকেন।
করোনা মহামারি নিয়ন্ত্রণে এলে অন্যসব প্রযুক্তি কোম্পানির মতোই জুমের আয় কমতে থাকে। ব্যয় কমাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে এক হাজার তিনশ জন কর্মীকে ছাঁটাই করে জুম। যা কোম্পানিটির প্রায় ১৫ শতাংশ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন