ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জনের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
ইউক্রেনজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। উত্তরের খারকিভ থেকে দক্ষিণের ওদেসা, পশ্চিমের জাইটোমি থেকে রাজধানী কিয়েভেও হামলা হয়েছে। ৮০টি হামলায় অন্ত্যত ৯ জন নিহত হয়েছে বলে জানা যায়।
খারকিভ ও ওদেসায় চালানো হামলায় বিভিন্ন ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়টি এলাকা বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজধানী কিয়েভেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
টেলিগ্রামে এ ব্যাপারে গভর্নর মার্চেঙ্কো বলেছেন, ‘বড় হামলার ক্ষেপণাস্ত্র একটি বিদ্যুৎ কেন্দ্র ও আবাসিক ভবনে আঘাত হেনেছে।’ তবে তিনি জানিয়েছেন, বিমানবিধ্বংসী ইউনিট কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কিন্তু সামনে আরও হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ইতিমধ্যে এই হামলার এক বছর পেরিয়ে গেছে। চলমান এই যুদ্ধে উভয় পক্ষে লাখো সেনা হতাহত হয়েছেন। যুদ্ধে ইউক্রেনের হাজারো বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখো ইউক্রেনীয়।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন