তুরস্কে ১৪ মে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন: এরদোয়ান
ছবি: এলএবাংলাটাইমস
তুরস্কে ১৪ মে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়া এই ঘোষণা দেন।
নির্বাচনী সিদ্ধান্তে স্বাক্ষর করার পর, গত সপ্তাহের এক বক্তৃতায় এরদোয়ান বলেন, 'আমাদের নাগরিকরা ১৪ মে তার প্রেসিডেন্ট ও পার্লামেন্ট সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ করবে'।
এরদোয়ান গত সপ্তাহে একটি বক্তৃতায় বলেছিল যে এই ঘোষণাটি প্রত্যাশিত ছিল। এই তারিখটি এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দিন হিসাবে ঘোষণা করা হয়েছে।
উক্ত তারিখে তুর্কি জাতি যা করার প্রয়োজন করবে। দেশটির আসন্ন এই নির্বাচন কয়েক দশকের মধ্যে উল্লেখযোগ্য হতে যাচ্ছে। কেননা দুই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানের গদি রক্ষা এখন ঝুঁকির মধ্যে।
তুরস্কের দক্ষিণ-পূর্বে ফেব্রুয়ারির বিধ্বংসী ভূমিকম্পে ৪৬ হাজারের বেশি মানুষ মারা গেছে এবং লক্ষ লক্ষ মানুষ তাঁবু বা অস্থায়ী বাসস্থানে বাস করছে। ভূমিকম্পে এরদোয়ান সরকারের পদক্ষেপ নিয়েও সমালোচনা হচ্ছে।
এরদোয়ান, যিনি ২০০৩ সাল থেকে তুরস্কের নেতা ছিলেন এবং ২০১৪সাল থেকে প্রেসিডেন্ট পদ দখল করেন।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন