শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
ইউক্রেনে রাশিয়ার হামলায় ৪ জনের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
ইউক্রেনের একাধিক শহরে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে কিয়েভ অঞ্চলে আবাসিক এলাকায় একটি ড্রোন হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন।
বুধবার ভোরে রিজিশচিভ শহরে দুটি ছাত্রাবাসের ছাদে হামলা হয়েছে। ইউক্রেনীয় উদ্ধার কর্তৃপক্ষ বলেছে, আহতদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশু রয়েছে। বন্দর নগরী সেভাস্তোপোল শহরের বাসিন্দারা বিস্ফোরণের কথা জানিয়েছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ২০টির বেশি ড্রোন উৎক্ষেপণ করেছে রাশিয়া। সঙ্গে ছিল ক্ষেপণাস্ত্র ও গোলা।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ২০টির বেশি ড্রোন উৎক্ষেপণ করেছে রাশিয়া। সঙ্গে ছিল ক্ষেপণাস্ত্র ও গোলা। ইউক্রেনের জরুরি সেবা বলেছে, রাশিয়ার ড্রোন হামলায় ছাত্রাবাসের ধ্বংসস্তুপে অন্তত চারজন নিখোঁজ রয়েছে।
পৃথক একটি রুশ হামলায় দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসাতে তিন ব্যক্তি আহত হয়েছেন বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন