শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৩ জনের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
ব্রাজিলের উপকূলীয় শহর রিও ডি জেনিরোর ঠিক বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। একটি অপরাধী চক্রের নেতাকে গ্রেফতার করার অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রিও ডি জেনিরোর উত্তর-পূর্বে সাও গঞ্জালো শহরের একটি শ্রমিক শ্রেণীর আবাসিক এলাকা সালগুইরোতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী।
নিহতদের মধ্যে লিওনার্দো কস্তা আরাউজো নামে একজন মাদক ব্যবসায়ী ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি পুলিশ হত্যার সঙ্গেও সে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার আরাউজোকে গ্রেফতারে অভিযান চালানো হয়।
অভিযানে পুলিশ হেলিকপ্টার এবং সাঁজোয়া বাহন ব্যবহার করেছে। রিও রাজ্যের পুলিশ বাহিনী নিয়মিত এ এলাকায় মারাত্মক অভিযান চালায় বলে জানা গেছে।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন