সিডনিতে হনুক্কা অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৬; দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা জোরদার
দিল্লিতে আগুনে পুড়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
ভারতের দিল্লিতে মশার কয়েল থেকে লাগা আগুনে এক পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক শিশুসহ ৪ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, একজন নারী।
শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর শাস্ত্রী পার্ক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, রাতের কোনও এক সময় ম্যাট্রেসের ওপর জ্বলন্ত কয়েল পড়ে যায়। সেখান থেকেই আগুনের উৎপত্তি।
বিষাক্ত ধোঁয়ায় পরিবারের বেশ কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে এবং পরবর্তীতে তাদের মৃত্যু হয়। পরিবারটির আরও ২ সদস্যকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, তাদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
এলএবাংলাটাইমস/এজেড
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন