নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
অতিরিক্ত মদপানে অনেক রুশ সেনার মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন যুদ্ধে অনেক রুশ সেনা অত্যধিক মদপানে মারা যাচ্ছে। ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে দেওয়া তথ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দুই লাখ রুশ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সেনা মারা গেছে অতিরিক্ত মদপানের কারণে। সম্প্রতি রাশিয়ার একটি টেলিগ্রাম চ্যানেলও ইউক্রেনে রুশ সেনাদের অপরাধ এবং মদপানের কারণে তাদের মৃত্যুর কথা উল্লেখ করেছে।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন