চলতি বছর ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী ২০০ মিলিয়ন পাউন্ড খুইয়েছেন
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি চলতি বছর ২০০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ খুইয়েছেন। বছরখানেক আগেও তাদের সম্পদের পরিমাণ ছিল ৭৩০ মিলিয়ন পাউন্ড। কিন্তু এক বছরে তা থেকে কমেছে প্রায় ২০০ পাউন্ড।
আসলে বাবা নারায়ণ মূর্তির সংস্থা ইনফোসিসের শেয়ারের দর কমায় তার প্রভাব পড়েছে অক্ষতার শেয়ারেও। উল্লেখ্য, ওই সংস্থায় ৬৪ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ রয়েছে সুনাক-পত্নীর। ইনফোসিসের ক্ষতির কারণে তাই সুনাক-অক্ষতার সম্পত্তির পরিমাণ একলাফে নেমেছে ৫২৯ পাউন্ডে।
ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। সেই ব্যবসায় মাত্র ১ শতাংশ শেয়ার রয়েছে অক্ষতার। কিন্তু গত এক বছরে শেয়ার বাজারে ইনফোসিসের পতন হয়েছে। যার ফলে বাজারে এক-পঞ্চমাংশ কমে গিয়েছে ইনফোসিসের মূল্য। ভারতীয় প্রযুক্তি ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণেই এই পতন। আর তার প্রভাব পড়ল অক্ষতার সম্পদেও।
উল্লেখ্য, গত মাসে ব্রিটিশ সরকারের তদন্তের মুখে পড়েন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। স্ত্রী অক্ষতা মূর্তিকে ব্যবসায় সুবিধা পাইয়ে দিতে নতুন বাজেট নীতি প্রণয়ন করেছেন, এমনই অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই তদন্ত শুরু হওয়ার পরও এক ধাক্কায় ৫০০ কোটি টাকার সম্পত্তি খুইয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী।
সূত্র: রয়টার্স
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন