নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
রুশ সীমান্তে অভিযান, নিহত ৭০ হামলাকারী: রাশিয়া
ছবি: এলএবাংলাটাইমস
রাশিয়ার চালানো একটি অভিযানে ইউক্রেনের কমপক্ষে ৭০ জন আক্রমণকারী নিহত হয়েছে। তারা রাশিয়ার বেলগোরেড সীমান্তে প্রবেশের চেষ্টা করছিল বলে দাবি করছে রাশিয়া। তারা রুশ অঞ্চল থেকে চলে যাওয়ার পূর্বে রুশ বাহিনীর সঙ্গে ২৪ ঘণ্টা যুদ্ধ চালিয়েছে।
গত বছর মস্কো ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়ার ভূখণ্ডে সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে ধ্বংস করতে মঙ্গলবার জেট এবং আর্টিলারি মোতায়েন করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের সময় আর্টিলারি এবং মর্টার গুলিতে ১৩ জন আহত হয়েছে এবং সোমবার সরিয়ে নেওয়ার সময় একজন নারী মারা গেছে । কোজিনকা গ্রামে দ্বিতীয় বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।রুশ কর্মকর্তাদের মতে, যুদ্ধের সময় নয়টি সীমান্ত গ্রাম খালি করা হয়েছে।
বার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি প্রতিবেদনে বলা হয়, 'মোট ৭০ এরও বেশি জঙ্গি, চারটি সাঁজোয়া যান এবং পাঁচটি পিকআপ ধ্বংস করা হয়েছে। আজ, বেলগোরোড অঞ্চলে সন্ত্রাস-বিরোধী অভিযান বাতিল করা হয়েছে।'
হামলাকারীদের রাশিয়া 'ইউক্রেনীয় নাশকতা ও পুনরুদ্ধারকারী দল' হিসেবে উল্লেখ করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন, স্থানীয় সেনা, বিমান হামলা এবং কামান হামলাকারীদের প্রতিহিত করেছে এবং বাহিনী থেকে যারা বেঁচে ছিল তাদের ইউক্রেনে ফিরিয়ে দেওয়া হয়েছে, যেখানে তারা সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আগুন দ্বারা আঘাতপ্রাপ্ত হবে।'
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন