ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
সন্ত্রাসবিরোধী চুক্তিতে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া
অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া
সন্ত্রাসবিরোধী যুদ্ধে গোয়েন্দা তথ্য
বিনিময় জোরদার করতে সম্মত হয়েছে।
জাকার্তায় একটি সম্ভাব্য পরিকল্পিত
আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত
থাকার অভিযোগে কয়েক ব্যক্তিকে
গ্রেফতারের কিছুদিন পর সোমবার দুই দেশ
সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের
ব্যাপারে সম্মত হয়েছে।
গত শুক্র ও শনিবার জাভা দ্বীপের বিভিন্ন
নগরীতে অভিযানকালে পুলিশ একটি
চরমপন্থী নেটওয়ার্কের পাঁচ সদস্য এবং
রাসায়নিক সামগ্রী, গবেষণাগারের
সরঞ্জামাদি ও ইসলামিক স্টেট (আইএস)’র
অনুপ্রাণিত একটি পতাকা আটক করে।
অস্ট্রেলীয় ফেডারেশন পুলিশ ও
যুক্তরাষ্ট্রের এফবিআই’র গোপন সংবাদের
ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে খবর
প্রকাশিত হয়েছে।
সিডনিতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী
রেতনো মারসুদির সঙ্গে বার্ষিক দ্বিপক্ষীয়
আলোচনার পর অস্ট্রেলীয় পররাষ্ট্র মন্ত্রী
জুলি বিশপ বলেন, মারসুদি সম্ভাব্য হামলার
ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। তবে
তিনি বলেছেন, গোয়েন্দা তথ্য বিনিময় খুবই
গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, অস্ট্রেলিয়া তার ভূমিকা
পালনের জন্য সবসময় প্রস্তুত এবং এর উদাহরণ
হল, ইন্দোনেশিয়া পুলিশ একটি সম্ভাব্য
সন্ত্রাসী হামলা প্রতিহত করতে খুবই সফল
হয়েছে।
জুলি বিশপ বলেন, ‘অস্ট্রেলিয়া ও
ইন্দোনেশিয়া সন্ত্রাসবাদ মোকাবেলায় খুবই
ঘনিষ্টভাবে একে অপরকে সহযোগিতা করছে।
আমরা তথ্য বিনিময়, গোয়েন্দা বিনিময় এবং
আমাদের স্ব স্ব জনগণ ও অঞ্চলের নিরাপত্তা
ও সুরক্ষার জন্য সহযোগিতা অব্যাহত
রাখবো’।
মারসুদি সম্ভাব্য হামলার ব্যাপারে
বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি বলেন,
সন্ত্রাসবিরোধী অভিযানের প্রেক্ষাপটে
গোয়েন্দা তথ্য বিনিময় খুবই গুরুত্বপূর্ণ। বাসস
শেয়ার করুন