এখনো নিখোঁজ ৫ শতাধিক অভিবাসী
গ্রিস উপকূলে অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকাডুবির ঘটনায় এখনো ৫০০ জনের বেশি নিখোঁজ রয়েছে। শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।
সংস্থাটির মুখপাত্র জেরেমি লরেন্স বলেছেন, এটা ভয়ংকর ঘটনা। ৭৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে বিপুলসংখ্যক নারী ও শিশু রয়েছে। এ ভয়ংকর প্রাণহানির ঘটনায় মানুষ পাচারকারীদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। পাশাপাশি এটাও পরিষ্কার করেছে যে সাগরে অনুসন্ধান ও উদ্ধার ‘আইনি ও মানবিকভাবে অপরিহার্য’। যোগ করেন লরেন্স।
সাগরে নিখোঁজদের সন্ধানে সাগরে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ গ্রিসের উপকূলীয় শহর পাইলোস থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে গ্রিসের কোস্টগার্ড ৭৯ জনের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে শতাধিক লোককে জীবিত উদ্ধারের কথা জানায় গ্রিসের কোস্টগার্ড।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন