চীনে রেস্তোরাঁয় বিস্ফোরণ, ৩১ জনের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
উত্তর-পশ্চিম চীনের নিংজিয়া প্রদেশের একটি বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণে মারা গেছেন অন্তত ৩১ জন।
মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৭ জন।
এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক পদক্ষেপ নিতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ের প্রধান শিল্প খাতগুলোতে নিরাপত্তা তদারকি আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।
গ্যাস ও রাসায়নিক বিস্ফোরণে প্রায়শই এমন দুর্ঘটনার শিকার হয় চীন। বছরের পর বছর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার চেষ্টা করেও পুরোপুরি এড়াতে পারছে না তারা। এর আগে, ২০১৫ সালে দেশটির বন্দরনগরী তিয়ানজিনে বিস্ফোরণে নিহত হয় অন্তত ১৭৩ জন।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন