তুরস্কের কাছ থেকে ড্রোন কিনছে সৌদি আরব
তুরস্ক থেকে ড্রোন ক্রয়ে চুক্তি সই করেছে সৌদি আরব। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সফরকালে গতকাল মঙ্গলবার এই চুক্তি সই হয়। এই চুক্তিকে তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র বিক্রি চুক্তি বলেছেন বায়কার বায়রাকতার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হালুক বায়রাকতার।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও সৌদি আরবের ‘ডি-ফ্যাক্টো’ শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরের অংশ হিসেবে গত সোমবার সৌদির বন্দরনগরী জেদ্দায় পৌঁছান এরদোয়ান।
গতকাল এই টুইটে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন