আপডেট :

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

        সেতু উন্নয়নকাজের জন্য রাতে ইউএস-১০১ ফ্রিওয়ে বন্ধ থাকবে

        ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেসের ডাউনটাউন

        অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

পুতিন-এরদোয়ানের মধ্যে কথা হবে কী?

পুতিন-এরদোয়ানের মধ্যে কথা হবে কী?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে আজ সোমবার বৈঠক হওয়ার কথা রয়েছে।

কখন, কোথায় দুই নেতার মধ্যে বৈঠক হতে পারে, তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে জল্পনা–কল্পনা ছিল।

এমনকি এরদোয়ান আগে বলেছিলেন, আগস্টে তুরস্ক সফর করবেন পুতিন। তবে এরদোয়ানের কথা অনুযায়ী সফরটি হয়নি।

এখন নিশ্চিত করা হয়েছে যে পুতিনের আমন্ত্রণে এরদোয়ান এক দিনের সফরে রাশিয়া যাবেন। রাশিয়ার দক্ষিণ উপকূলীয় শহর সোচিতে পুতিন-এরদোয়ানের মধ্যে বৈঠক হবে।

গত জুলাই মাসে কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া। এই চুক্তিতে রাশিয়াকে ফেরাতে চায় তুরস্ক। সে জন্য পুতিনকে রাজি করানোর ব্যাপারে আশাবাদী এরদোয়ান।

বৈঠকটি সম্পর্কে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করবেন। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।

রুশ আগ্রাসন সত্ত্বেও চুক্তিটির আওতায় প্রায় ৩ কোটি ৩০ লাখ টন শস্যসহ অন্যান্য পণ্য নিজেদের তিনটি বন্দর থেকে নিরাপদে রপ্তানি করতে পেরেছে ইউক্রেন।

প্রায় ছয় সপ্তাহ আগে চুক্তিটি নবায়ন করতে অস্বীকৃতি জানায় ক্রেমলিন।

চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে রাশিয়া কিছু ‘যুক্তি’ দেয়। মস্কো দাবি করে, কৃষ্ণসাগর চুক্তির বিনিময়ে রাশিয়ার খাদ্য ও সার রপ্তানির বাধা দূর করার অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু এই অঙ্গীকার রক্ষা করা হয়নি। তাই তারা কৃষ্ণসাগর চুক্তি থেকে সরে গেছে।

মস্কো আরও বলে, শিপিং ও বিমার ওপর বিধিনিষেধের ফলে রাশিয়ার কৃষিবাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও গত বছর রেকর্ড পরিমাণ গম রপ্তানি করেছে রাশিয়া।

কৃষ্ণসাগর চুক্তি থেকে পুতিনের বেরিয়ে যাওয়ার ঘোষণার পর তা নবায়নের জন্য বারবার অনুরোধ জানিয়ে আসছেন এরদোয়ান।

কৃষ্ণসাগর চুক্তিটি ছিল এমন এক ব্যবস্থা, যা আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু অংশে খাদ্যসংকট এড়াতে সাহায্য করেছিল।

চুক্তিটি পুনরুদ্ধারে তৎপরতা চালিয়ে আসছে তুরস্ক। এই প্রচেষ্টার অংশ হিসেবে গত শুক্রবার মস্কোয় রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

বৈঠকটির আগের দিন গত বৃহস্পতিবার রাশিয়ার রাজধানীতে এক ব্রিফিংয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষ্ণসাগর শস্যচুক্তিটি পুনরুজ্জীবিত করা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।

ইউক্রেন ও রাশিয়া গম, যব, সূর্যমুখী তেলসহ অন্যান্য পণ্যের শীর্ষস্থানীয় সরবরাহকারী। দেশ দুটির এসব পণ্য রপ্তানির ওপর বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ নির্ভরশীল।

প্রায় ১৮ মাস ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এই যুদ্ধ চলাকালে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এরদোয়ান।

রাশিয়ার সঙ্গে চুক্তি হওয়ার পর শস্য রপ্তানি শুরু করেছিল ইউক্রেন। তবে নৌবহরে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় রাশিয়া চুক্তি থেকে সরে যাওয়ায় তা আবার আটকে গেছে
ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়ে আসছে পশ্চিমারা। তবে নিষেধাজ্ঞা দেওয়ার প্রশ্নে পশ্চিমাদের দলে যোগ দেয়নি তুরস্ক।

পশ্চিমা নিষেধাজ্ঞার এই ডামাডোলে রাশিয়ার বৈদেশিক বাণিজ্যের প্রধান অংশীদার হয়ে উঠেছে তুরস্ক। একই সঙ্গে তারা রাশিয়ার বৈদেশিক বাণিজ্যের রসদসামগ্রীর কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক। তারা ইউক্রেনকেও সমর্থন দিয়ে আসছে। এই সমর্থনের অংশ হিসেবে তারা ইউক্রেনকে অস্ত্র দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এরদোয়ান সাক্ষাৎ করেছেন। ন্যাটো জোটে ইউক্রেনের যোগদানের প্রচেষ্টাকে তুরস্ক সমর্থন করছে।

রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলাপ-আলোচনার ধারাবাহিকতায় সোচিতে পুতিন-এরদোয়ানের মধ্যে বৈঠকটি হতে যাচ্ছে।

কৃষ্ণসাগর শস্য রপ্তানি চুক্তি পুনরুজ্জীবিতকরণে পশ্চিমাদের কী কী করতে হবে, তার একটি তালিকা তুরস্কের কাছে ইতিমধ্যে দিয়েছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত বৃহস্পতিবার বলেন, কৃষ্ণসাগর শস্য রপ্তানি চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য যে নিশ্চয়তা দরকার, তা পাওয়ার কোনো লক্ষণ মস্কো দেখছে না।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পরদিনই গত শুক্রবার যুক্তরাষ্ট্রের গমের দাম বেড়ে যায়।

কৃষ্ণসাগর শস্য রপ্তানি চুক্তির বিষয়ে পুতিনের যে অবস্থান, তার প্রতি এরদোয়ানের একধরনের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি অতীতে দেখা গেছে।

যেমন গত জুলাইয়ে এরদোয়ান বলেছিলেন, চুক্তিটির বিষয়ে পশ্চিমা দেশগুলোর কাছে পুতিনের সুনির্দিষ্ট কিছু প্রত্যাশা আছে। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোর পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্ববাজারে রাশিয়ার রপ্তানি ও কৃষ্ণসাগর শস্যচুক্তি আবার চালুর লক্ষ্যে সম্প্রতি লাভরভকে একটি সুনির্দিষ্ট প্রস্তাব দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে লাভরভ জানিয়ে দেন, জাতিসংঘের মহাসচিবের দেওয়া প্রস্তাবে তাঁরা সন্তুষ্ট নন।

চুক্তিটি পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে তুরস্কের ব্যাপক প্রচেষ্টার বর্ণনা দিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফিদান বলেন, রাশিয়ার অবস্থান ও অনুরোধ আরও ভালোভাবে বোঝার পাশাপাশি তা পূরণের চেষ্টার একটি প্রক্রিয়া এটি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত