তিন সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর মিসাইল হামলা
ইসরায়েলের তিন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্টী হিজুবুল্লাহ।
শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করে, দিনের শুরুতেই ‘গাইডেড মিসাইল’ এবং অন্যান্য অস্ত্র দিয়ে ইসরায়েলের আল-আসি এবং হারমন চৌকিতে হামলা চালানো হয়েছে।
এর কিছুক্ষণ পরই প্রতিরোধ গোষ্ঠীটি জানায়, ইসরায়েলের হাউনিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এ সময় হিজবুল্লাহ দাবি করে, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।
এদিকে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে যে, হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের সীমান্তের কাছে দখলদার ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত ৩০টি মর্টার শেল নিক্ষেপ করেছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন