গাজা ইস্যুতে দ্বিমুখী অবস্থান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, হামাস হাসপাতাল, স্কুল ও সাধারণ মানুষের আবাসিক এলাকায় মিশে গিয়ে গাজার সবার জীবন বিপদে ফেলেছে।
বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি ব্লিনকেনের কাছে জানতে চায় ‘গাজার আল শিফা হাসপাতালের নিচে হামাসের টানেল আছে সে বিষয়ে তিনি আত্মবিশ্বাসী কিনাা?’ জবাবে ব্লিনকেন জানান, অবশ্যই।
তবে যখন জানতে চাওয়া হয় যুদ্ধ শেষে ইসরায়েল গাজার নিয়ন্ত্রণ নিলে যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেবে কিনা? জবাবে ব্লিনকেন জানান, না।
এসময় ব্লিনকেন বলেন, ‘ইসরায়েল গাজা অধিগ্রহণ করবে এটা হতে পারে না। তবে গাজা সন্ত্রাসী হামলার প্ল্যাটফর্মও হতে পারবে না।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন