গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল ইসরায়েল ও হামাসের মধ্যে একটি ‘দীর্ঘস্থায়ী’ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক স্পেনের বার্সেলোনায় ভূমধ্যসাগরীয় (ইউএফএম) আঞ্চলিক ফোরামের ৮ম সম্মেলনে বলেছেন, প্রাথমিক চার দিনের যুদ্ধবিরতি ছিল রাজনৈতিক সমাধানের দিকে ‘গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’।
তিনি বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) অপারেশন স্থগিতাদেশ শেষ হবে। সম্ভবত এটি আরও কয়েক দিন স্থায়ী হবে। কিন্তু আমাদের ভাবতে হবে, কীভাবে আমরা আজ থেকে রাজনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাব।’
দ্যা স্প্যানিয়ার্ড ইসরায়েলের ওপর হামাসের হামলার নিন্দা করেছে কিন্তু বলেছে ‘ইসরায়েল যেভাবে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে তার অধিকার প্রয়োগ করে ও গাজায় যেভাবে নিহতের সঙ্গে বাড়ছে তাই বেসামরিক দুর্ভোগের চিত্র।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন