আপডেট :

        নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার

        ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের

        জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক পরিষদ গঠনের উদ্যোগ

        সনাতন ধর্মীয় তীর্থস্থানে উসকানি প্রতিরোধে প্রশাসনকে নির্দেশ

        বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

        হিজাব নিয়ে বিতর্কে ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত, তদন্তের প্রতিশ্রুতি

        প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

        ডাচ ক্রিকেট দলে নতুন মুখ: সিলেটে বাংলাদেশ সিরিজের জন্য তিন পরিবর্তন

        শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু

        অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে 'দুর্বল নেতৃত্বের ফল' বলে আখ্যায়িত করল ইরান

        দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

        ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

        ক্যালিফোর্নিয়ার অ্যাকটনে গাড়ির ভেতরে দুইজনের মরদেহ উদ্ধার

        মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জয়: ৩৭% শ্রমিক বাংলাদেশি

        স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

        সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

ভারত-কানাডা কূটনৈতিক দ্বন্দ্ব

ভারত-কানাডা কূটনৈতিক দ্বন্দ্ব

শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয়ের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে যুক্তরাজ্যের দেশটির হাইকমিশনার বলেছেন, তদন্ত কমিটিকে সিদ্ধান্তে আসতে দিন। আমরা আমাদের অংশীদারদের সঙ্গে মূল্যবোধ ও স্বার্থ ভাগ করি।’

 

বৃহস্পতিবার লন্ডনে ইন্দো-প্যাসিফিক কনফারেন্স শেষে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সাংবাদিকদের বলেন, ‘এখানের সরকারের করার মতো অনেক কিছুই আছে। এ নিয়ে তদন্ত চলছে, ফলাফল আসতে দিন।’

কানাডার অভিযোগটি ভুল কি না সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে দোরাইস্বামী বলেন, ‘এটি একটি অভিযোগ মাত্র। এটি যতটা উদ্বেগের তার চেয়ে বেশি কিছু না। যাইহোক, এটি ভারত-কানাডা সম্পর্কের বিষয় নয়, ইন্দো-প্যাসিফিক প্রসঙ্গ।’

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অংশীদারিত্বের নির্ভরযোগ্যতা সম্পর্কে তিনি বলেন, ‘এটি এমন একটি বিষয় যা প্রত্যেককে তাদের নিজস্ব ইতিহাসের মূল্যায়ন করতে হবে। আমি মনে করি অংশীদারিত্বগুলো আগ্রহ ও মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠে। আমরা এই ব্যাপারগুলো সকল অংশীদারের সঙ্গে মেনে চলি।’

যুক্তরাজ্যে অস্ট্রেলিয়ান হাইকমিশনার স্টিফেন স্মিথ বলেছেন, যতদূর ভারত উদ্বিগ্ন, অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী ইতিহাস, ঐতিহ্যও দৃষ্টিভঙ্গি শেয়ার করেছে। সুতরাং আমরা উভয়ই গণতান্ত্রিক দেশ, আমরা উভয়ই আইনের শাসনকে সম্মান করি, আমরা উভয়ই চুক্তির আইনকে সম্মান করি এবং আমরা একে অপরের সঙ্গে সাবধানে ও ঘনিষ্ঠভাবে কাজ করি।’

দোরাইস্বামীর সঙ্গে একমত হয়ে তিনি আরও বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। আমাদের উচিত তদন্তের ফলাফল সামনে আসার পরিবেশ তৈরি করে দেওয়া।’

জুনের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারত সরকারের এজেন্টদের জড়িত থাকার অভিযোগ করেছিলেন। তবে ভারত এই অভিযোগগুলো অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে এবং কানাডার সিদ্ধান্তের বিরুদ্ধে টিট-ফর-ট্যাট পদক্ষেপে কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কারও করেছে।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, কানাডা ধারাবাহিকভাবে ভারত-বিরোধী চরমপন্থীদের প্রশ্রয় দিয়েছে। ভারত আশা করে, কানাডিয়ান সরকার কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনের অধীনে তার দায়বদ্ধতা পালন করবে। নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে কানাডিয়ান কূটনীতিকদের হস্তক্ষেপ দেখেছে দিল্লি যা অগ্রহণযোগ্য।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘কানাডার উদ্বেগ নিয়ে আমরা বলেছি, তারা ধারাবাহিকভাবে ভারত-বিরোধী চরমপন্থীদের স্থান দিয়েছে এবং এটিই ইস্যুর কেন্দ্রবিন্দু। কানাডায় আমাদের কূটনৈতিক প্রতিনিধিরা এর ভুক্তভোগী। তাই, আমরা আশা করি কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনের অধীনে কানাডা সরকার তার বাধ্যবাধকতা মেনে চলবে। আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কানাডিয়ান কূটনীতিকদের হস্তক্ষেপও দেখেছি এবং এটি অগ্রহণযোগ্য।’

এদিকে, বুধবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারত সরকারকে হরদীপ সিং নিজ্জার হত্যার তদন্তে কানাডাকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বলে সিবিসি নিউজ জানিয়েছে।

সপ্তাহের শুরুতে কানাডায় ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা বলেছিলেন, হরদীপ সিং নিজ্জার হত্যার বিষয়ে ভারত শুধু নির্দিষ্ট ও প্রাসঙ্গিক প্রমাণ চাইছে যাতে আমরা কানাডাকে তদন্তের উপসংহারে পৌঁছাতে সহায়তা করতে পারি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত