আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঝড়ের আগমন

        নেটফ্লিক্সে পরিচিত মার্কিন কোচ জন বীম ক্যালিফোর্নিয়ায় গুলিবিদ্ধ

        নতুন ভোটিং ম্যাপ নিয়ে ক্যালিফোর্নিয়ার বিরুদ্ধে মামলা করল মার্কিন বিচার বিভাগ

        সরকারি শাটডাউনের সময় কাজ করা কিছু টিএসএ এজেন্টকে দেওয়া হচ্ছে ১০ হাজার ডলারের বোনাস

        লাস ভেগাস স্ট্রিপের কাছে রেস্টুরেন্টে বিস্ফোরণ, সন্দেহভাজন দুই ব্যক্তিকে খুঁজছে পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় ১৭,০০০ অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        নিউসমের সাবেক চিফ অব স্টাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযোগপত্র দাখিল

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঝড়ের আশঙ্কা, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ

        ট্রাম্পের স্বাক্ষরে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন সমাপ্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোরীকে খুঁজছে পরিবার

        লস এঞ্জেলেসে আসছে টানা বৃষ্টি ও শীতল আবহাওয়া: বায়ুমণ্ডলীয় নদী ঝড়ের পূর্বাভাস

        জরুরি সতর্কতা বার্তা ছড়িয়ে পড়ল পুরো লস এঞ্জেলেস কাউন্টিতে

        ই. জিন ক্যারল মামলার রায় বাতিল করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রেসিডেন্ট

        যুক্তরাষ্ট্রে সরকার পুনরায় চালুর পথে: সেনেট পাস করল গুরুত্বপূর্ণ অর্থায়ন বিল

        ক্যালিফোর্নিয়ায় নতুন ড্রাইভিং লাইসেন্স: রেডউড, পপি ফুল আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধন

        সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত

        নাভিদ ইমতিয়াজ চৌধুরী: বাংলাদেশের অন্যতম গিটার পিকআপ এনডোর্সড শিল্পী

        মার্কিন ইতিহাসে দীর্ঘতম সরকারী শাটডাউন: অচলাবস্থার কারণ ও পরবর্তী ধাপ

        পোর্ট হুয়েনিমেতে পার্টিতে ছুরিকাঘাত, দুই কিশোরী হাসপাতালে

        নর্থরিজে বান্ধবীকে জিম্মি করে রাখার অভিযোগে পুলিশের গুলিতে আহত যুবক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে 'চিরস্থায়ী ক্ষতি' হবে, আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করল ইরান

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে 'চিরস্থায়ী ক্ষতি' হবে, আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করল ইরান

ছবিঃ এলএবাংলাটাইমস

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো ধরনের আত্মসমর্পণ ইরান মেনে নেবে না। তিনি হুঁশিয়ার করে বলেন, “যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে হস্তক্ষেপ করে, তবে তারা এমন এক ক্ষতির মুখোমুখি হবে যা আর কখনও পুষিয়ে নেওয়া যাবে না।”

এই বিবৃতি আসে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে খামেনিকে "নির্বিচারে আত্মসমর্পণ" করার দাবি জানান। ট্রাম্প বলেন, “আমরা জানি তিনি কোথায়, তবে এখনই তাকে হত্যার পরিকল্পনা নেই।” শুরুতে ইসরায়েলের আকস্মিক হামলা থেকে নিজেকে দূরে রাখলেও, ট্রাম্প এখন বলেছেন, তিনি “শুধু যুদ্ধবিরতি নয়, এর চেয়েও বড় কিছু চান।”

এরই মধ্যে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে নতুন যুদ্ধবিমান মোতায়েন করেছে। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে।” এ সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তারা পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবে, ট্রাম্পের দাবির পরিপন্থী অবস্থান প্রকাশ করে।

ইসরায়েলি হামলা ও তেহরানে বিস্ফোরণ

ইসরায়েল জানিয়েছে, তারা তেহরান ও আশপাশের এলাকায় ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ ও ক্ষেপণাস্ত্র কারখানায় হামলা চালিয়েছে। ইউএন পারমাণবিক সংস্থা (IAEA) নিশ্চিত করেছে যে, দুটি গুরুত্বপূর্ণ সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়েছে। পশ্চিম ইরানেও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে বোমা বর্ষণ করা হয়েছে।

একাধিক ইরানি সামরিক ঘাঁটি ও পারমাণবিক কেন্দ্রে হামলায় শীর্ষ জেনারেল ও বিজ্ঞানী নিহত হয়েছেন। এক যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন জানিয়েছে, এ পর্যন্ত কমপক্ষে ৫৮৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৩৯ জন সাধারণ মানুষ। আহত হয়েছেন প্রায় ১,৩০০ জনের বেশি।

ইরান পাল্টা হামলায় ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ছুঁড়েছে, যাতে ইসরায়েলে ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এসব হামলার অনেকটাই বসতবাড়িতে আঘাত হানে, এবং আকাশে হামলার সতর্কতা বাজতেই জনগণ বারবার আশ্রয়ে পালিয়ে যায়।

ইরানের ভেতরে ক্ষয়ক্ষতি ও উদ্বেগ

তেহরানে দোকানপাট বন্ধ, রাস্তা ভর্তি গাড়ি, এবং জ্বালানির লাইনে দীর্ঘ অপেক্ষা এখন স্বাভাবিক দৃশ্য। শহরের মানুষ নিরাপত্তার অভাবে রাজধানী ছেড়ে চলে যাচ্ছে। বুধবার ভোর ৫টার দিকে তেহরানে একটি বড় বিস্ফোরণ হয়। তবে ইরান সরকার এসব হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।

ইরানের পূর্বাঞ্চলের হাকিমিয়ে এলাকায় রেভোলিউশনারি গার্ডের একটি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মানবাধিকার সংস্থার মতে, নিহতদের মধ্যে ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। তারা স্থানীয় তথ্য ও নেটওয়ার্ক বিশ্লেষণ করে এই হিসাব দিয়েছে।

পারমাণবিক কর্মসূচিতে অটল ইরান

ইসরায়েল দাবি করছে, তাদের এই অভিযানের লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখা। যদিও ইরান বারবার দাবি করেছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। ইরান এখনও একমাত্র দেশ, যারা পারমাণবিক অস্ত্র না থাকা সত্ত্বেও ইউরেনিয়াম ৬০% পর্যন্ত সমৃদ্ধ করছে, যা অস্ত্র তৈরি থেকে মাত্র এক ধাপ দূরে।

ইরানের জেনেভাস্থ রাষ্ট্রদূত আলি বাহরাইনি বলেন, “আমাদের বিজ্ঞানীরা তাদের গবেষণা চালিয়ে যাবেন, এবং আমরা শান্তিপূর্ণ প্রয়োজনের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবো।” তিনি ট্রাম্পের বক্তব্যকে “শত্রুতাপূর্ণ ও অপ্রাসঙ্গিক” বলে উল্লেখ করেন এবং বলেন, “আমাদের লাল দাগ অতিক্রম করলে জবাব আসবেই।”

ইসরায়েলে ফ্লাইট চালু, ফেরত আসছে নাগরিকরা

সংঘাত শুরু হলে ইসরায়েল আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেয়, ফলে হাজারো ইসরায়েলি বিদেশে আটকে পড়ে। অবশেষে বুধবার সকালে সাইপ্রাসের লারনাকা থেকে দুইটি ফ্লাইট বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করে।

ইসরায়েলের বিমানবন্দরের মুখপাত্র লিসা ডিভির জানান, ফ্লাইটগুলো সুরক্ষা নিশ্চিত করে চালু করা হয়েছে। এদিকে আকাশে বেলিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে পুরো অঞ্চলজুড়ে বিমান চলাচলে ব্যাঘাত ঘটছে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য আবারও এক ভয়ঙ্কর যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। বিশ্ব সম্প্রদায় উদ্বিগ্ন—এই সংঘাত আরও বিস্তৃত হলে আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়বে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত