মহিষের পিঠে চড়ে রাস্তায় যুবকের প্রতিবাদ
ভারতের রাজধানী দিল্লির রাস্তায় মহিষের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি। মাথায় খরগোশের মতো হেলমেট পরে ঘুরে বেড়ানোর এই দৃশ্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মূলত জ্বালানি তেল পেট্রোলের দাম বাড়ায় প্রতিবাদ হিসেবে এই পদক্ষেপ নেন তিনি। অবশ্য এ কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।
বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, খরগোশের থিমযুক্ত হেলমেট পরে দিল্লির রাস্তায় মহিষের পিঠে চড়ে ঘুরে বেড়ানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্লিপটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বুল রাইডার নামে এক ব্যবহারকারী।
ভিডিওতে দেখা গেছে, ঐ লোকটি মহিষের গলায় বাঁধা দড়ির লাগাম নিজের হাতে ধরে রেখেছেন এবং প্রাণীটিকে হাঁটার জন্য গাইড করছেন। খরগোশের থিমযুক্ত হেলমেট পরে তিনি যখন এভাবে ঘুরে বেড়াচ্ছেন, তখন দিল্লির রাস্তা বেশ ব্যস্ত ছিল বলেও দেখা গেছে।
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটি খুব সহজেই ১ লাখ ৯৩ হাজার লাইক পেয়েছে এবং ৩৮ লাখেরও বেশি বার দেখা হয়েছে। অবশ্য ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই অস্বাভাবিক ভিডিওটি দেখে বেশ দ্রুতই তাদের চিন্তাভাবনা শেয়ার করেছেন। কিছু ব্যবহারকারী এই ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করে এটিকে পশুর প্রতি নিষ্ঠুরতা বলে মন্তব্য করেছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন