রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র লঞ্চার সরবরাহ করেছে। এসব অস্ত্র দিয়ে সম্প্রতি রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এসব দাবি করা হয়েছে। খবর এএফপি।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন জন কিরবি সাংবাদিকদের বলেছেন, এটি উল্লেখযোগ্য এবং উদ্বেগজনক উত্তেজনা বৃদ্ধি।
তিনি আরও বলেছেন, উত্তর কোরিয়া রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। রাশিয়ান বাহিনী গত ৩০ ডিসেম্বর অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং সেটি ঝাপোরিজজিয়ার একটি খোলা মাঠে পড়েছে।
জন কিরবি বলেন, রাশিয়া-ইরানের চুক্তি এখনো সম্পূর্ণ হয়নি কিন্তু ইরান থেকে রাশিয়ার স্বল্প-মাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আলোচনা কার্যকরভাবে অগ্রসরের পথে।
তবে যুক্তরাষ্ট্রের এমন দাবি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৬৮১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ।
যুক্তরাষ্ট্র অনেক আগে থেকেই অভিযোগ করে আসছিল, এই যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে ইরান ও উত্তর কোরিয়া। তবে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে দেশ তিনটি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন