নির্বাচন থেকে সরে দাঁড়নোর ঘোষণা ট্রাম্পের সমালোচক ক্রিস্টির
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী। আগামী ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়নোর ঘোষণা দিয়েছেন নিউ জার্সির সাবেক গভর্নর ও রিপাবলিকান নেতা ক্রিস ক্রিস্টি। তবে নিজে সরে গেলেও রিপাবলিকান ফ্রন্টলাইনার ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় প্রেসিডেন্ট হতে দেবেন না বলে অঙ্গীকার করেছেন তিনি।
জানা গেছে, সাম্প্রতিক জনমত জরিপে নির্বাচনি দৌড়ে বেশ পিছিয়ে পড়েছেন রিপাবলিকান নেতা ক্রিস ক্রিস্টি। এমন পরিস্থিতিতে রিপাবলিকান পার্টির ট্রাম্পবিরোধীদের চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন পেতে ট্রাম্পের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করাতেই এই পদক্ষেপ। বুধবার বিকালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার রাজ্যের একটি টাউন হল অনুষ্ঠানে নির্বাচনি প্রচারণা স্থগিত করার ঘোষণা দেন ক্রিস ক্রিস্টি।
সবশেষ বক্তব্যের বেশির ভাগ সময় ট্রাম্পকে প্রত্যাখ্যান করতে রিপাবলিকান ভোটারদের আহ্বান জানিয়েছেন তিনি। ক্রিস্টি বলেন, ডোনাল্ড ট্রাম্প চান আপনি প্রতিদিন রাগান্বিত হন কারণ তিনি রাগান্বিত। আমি নিশ্চিত করব যাতে ডোনাল্ড ট্রাম্প আর কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে না পারে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন