বিশ্বে ১ কোটি ৪০ লাখ শিশু অপুষ্টির মুখে, মৃত্যুঝুঁকি আছে: ইউনিসেফ
ভারতীয় বিমান ব্যবহারের অনুমতি দিলো না মালদ্বীপ
মালদ্বীপে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু নিয়ে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ভারতীয় ডর্নিয়ার বিমান ব্যবহারের অনুমতি দিলে ওই কিশোরের প্রাণ বেঁচে যেত বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে।
ডর্নিয়ার বিমান মূলত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) তৈরি করে থাকে। মালদ্বীপে মানবিক সহায়তার জন্য এই বিমান ভারত থেকে সরবরাহ করা হতো।
মারা যাওয়া কিশোর ব্রেন টিউমার ও স্ট্রোকের সঙ্গে লড়াই করছিল। মৃত্যুর আগে তার পরিবার তাকে গাফ আলিফ ভিলিংগিলির প্রত্যন্ত দ্বীপ উইলমিংটন থেকে মালদ্বীপের রাজধানী মালেতে নিয়ে যাওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স খুঁজছিল। একটু উন্নত চিকিৎসার জন্য তারা এয়ার অ্যাম্বুলেন্স খুঁজছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বুধবার রাতে কিশোর যখন স্ট্রোক করে তখন থেকেই দুর্দশার খবর সামনে আসতে থাকে। তার পরিবার তাকে আকাশপথে রাজধানীতে নিয়েস যাওয়ার অনুরোধ জানায়।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাদের কলের কোনো সাড়া দেওয়া হয়নি। পরে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ প্রতিক্রিয়া জানায়। কিন্তু ততক্ষণে গুরুতর অবস্থার ১৬ ঘণ্টা পেরিয়ে গেছে বলে জানা গেছে।
ঘটনার পর গাফ আলিফ ভিলিংগিলিতে হাসপাতালের কাছে বিক্ষোভ শুরু হয়। সকলেই কর্তৃপক্ষের দেরিতে সাড়া দেওয়াকেই দায়ী করে ক্ষোভ জানিয়েছে।
বাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন