রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দলবদলের একদিন পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায়যাত্রা' সোমবার বিহারে প্রবেশ করেছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যে আরজেডি নেতৃত্বাধীন 'মহাগাঁটবন্ধন' সরকার থেকে বেরিয়ে পুরোনো মিত্র এনডিএ-তে যোগ দিয়েছেন গত ২৮ জানুয়ারি। খবর হিন্দুস্তান টাইমসের।
যাত্রাটি মুসলিম অধ্যুষিত জেলা কিষাণগঞ্জ হয়ে বিহারে প্রবেশ করেছে। কিষাণগঞ্জ কংগ্রেসের শক্ত ঘাঁটির একটি। ২০২০ সালের বিধানসভা নির্বাচনের প্রচারের পর এটিই রাহুল গান্ধীর বিহারে প্রথম সফর।
দলের আইনসভার নেতা শাকিল আহমেদ খানের বরাত দিয়ে ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাহুল গান্ধীর কিশানগঞ্জে একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার পার্শ্ববর্তী জেলা পূর্ণিয়ায় এবং তার পরদিন কাটিহারে আরেকটি জনসভা করবেন তিনি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন