ঘণ্টার পর ঘণ্টা বিভ্রাটের পর ভেরিজনের নেটওয়ার্ক সেবা স্বাভাবিক
হিজবুল্লাহর দফায় দফায় হামলা
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান চালানোর দাবি করেছেন লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। আজ রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তের পূর্বাঞ্চলে ইরনে একটি ভবনেও হামলা চালানো হয়েছে। এই ভবনে ইসরায়েলি সেনারা জড়ো হয়েছিল বলে খবরে বলা হয়েছে। এ ছাড়া বিতর্কিত শেবা ফার্মে ইসরায়েলি বাহিনীর অবস্থানের ওপর দুইবার হামলা চালানো হয়েছে।
তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- এনিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এছাড়া ইসরায়েলের পক্ষ থেকেও এসব হামলা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন