নাভালনির মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করলেন নাভালনির স্ত্রী
রাশিয়ার প্রধান বিরোধী নেতা ও পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনির মৃত্যুর জন্য প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করেছেন তার স্ত্রী ইউলিয়া নাভালনায়া। সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই কথা বলেছেন।
ইউলিয়া নাভালনায়া ভিডিওতে বলেছেন, ‘আমি অ্যালেক্সি নাভালনির কাজ চালিয়ে যাব। আমাদের দেশের জন্য লড়াই চালিয়ে যাব। সবাইকে আমার পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করে তিনি বলেছেন, ‘আমার স্বামীকে হত্যা করেছেন তিনি।’
তিনি বলেন, ‘আমরা যা চাই তা হল একটি স্বাধীন, শান্তিপূর্ণ ও সুখী রাশিয়া। ভবিষ্যতের যে রাশিয়ার স্বপ্ন আমার স্বামী দেখেছিলেন আমাদের তাই প্রয়োজন। এটা হবে সেই দেশ যেখানে আমি থাকতে চাই, আমাদের বাচ্চাদের বেড়ে উঠার জন্য সেই পরিবেশ দিতে চাই। আমরা সবাই মিলে সেই রাশিয়া গড়তে চাই যেটার স্বপ্ন নাভালনি দেখে গেছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন