ঘণ্টার পর ঘণ্টা বিভ্রাটের পর ভেরিজনের নেটওয়ার্ক সেবা স্বাভাবিক
আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করেন তারা। এ সময় দেশটিতে আগাম নির্বাচনের দাবি জানান বিক্ষোভকারীরা।
যদিও নেতানিয়াহু দেশটিতে আগাম নির্বাচনের দাবি নাকচ করে দিয়েছেন।
হাজার হাজার ইসরায়েলি নাগরিক পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ শুরু করেন তেল আবিবে। এ সময় মাথায় ইসরায়েলের পাতাকা জড়ানো এক বিক্ষোভকারী বলেন, আমি সরকারকে বলতে চাই যে, আপনারা অনেক সময় পেয়েছেন। আপনি যা ধ্বংস করার করেছেন। এখন জনগণের সময় এসেছে সবকিছু শুধরে নেওয়ার।
গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা চালানোর পর থেকেই আগাম নির্বাচনের দাবি উঠতে থাকে। কিন্তু এ সময় চালানো জনমত জরিপগুলোতে দেখা গেছে, নেতানিয়াহুর জনপ্রিয়তা অনেক কমে গিয়েছে।
এদিকে গাজায় নাসের হাসপাতালে ইসরায়েলি অভিযানে অক্সিজেনের অভাবে অন্তত আটজন রোগী মারা গেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন