গাজায় শিশুরা অনাহারে মারা যাচ্ছে: ডব্লিওএইচও প্রধান
উত্তর গাজার হাসপাতালগুলোতে অনাহারে মারা যাচ্ছে শিশুরা। সেখানকার দুটি হাসপাতালে অনাহারে শিশু মৃত্যুর ভয়াবহ চিত্র তুলে ধরেছে একটি ত্রাণ মিশন সংস্থা।
সম্প্রতি উত্তর গাজার আল আওদা ও কামাল আদওয়ান হাসপাতাল প্রথমবারের মতো পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান ট্রেডস আধানম গেব্রিয়াসুস।
হাসাপাতালগুলো পরিদর্শন শেষে গেব্রিয়াসুস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, সেখানকার একমাত্র শিশু হাসপাতাল আল আওদা হাসপাতালের একটি ভবন ধ্বংস হয়ে গেছে। রোগীতে পরিপূর্ণ হাসপাতালের অবস্থা ভয়াবহ।
গেব্রিয়াসুস আরো বলেছেন, খাদ্য সংকটে ১০ শিশু মারা গেছে। বিদ্যুতের অভাবে এই দুই হাসপাতালে সেবা দানে মারাত্মক বিঘ্ন ঘটছে। ইনটেনসিভ ও নবজাতক ইউনিটের মতো জটিল ইউনিটগুলোতে ভয়াবহ পরিস্থিতি চলছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন