ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল
মার্কিন রাষ্ট্রদূতকে রাসিয়ার তলব
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে। রাশিয়ায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা তিনটি এনজিওকে সমর্থন করার জন্য মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদুলু।
রাষ্ট্রদূতকে তলব করে মস্কো বলেছে, তারা কূটনৈতিক বহিষ্কারসহ রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টা দমন করবে।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকান কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল এডুকেশন’, ‘কালচারাল পারসপেক্টিভ’ এবং ‘ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন’-কে যেকোনো সহায়তা প্রদান বন্ধ করার জন্য রাষ্ট্রদূত ট্রেসিকে আহ্বান জানিয়েছে।
মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ‘রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার প্রচেষ্টা এই ধরনের কর্মে জড়িত মার্কিন দূতাবাসের কর্মচারীদের বহিষ্কারসহ কঠোরভাবে দমন করা হবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন