গাজার পথে মার্কিন সামরিক জাহাজ
গাজা উপকূলে বন্দর স্থাপনের জন্য যাত্রা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। স্থানীয় সময় শনিবার (৯ মার্চ) ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটি থেকে 'জেনারেল ফ্রাঙ্ক এস বেসন' নামের জাহাজটি যাত্রা শুরু করে। গাজায় সমুদ্রপথে ত্রাণ পাঠানোর উদ্দেশ্যে এই অস্থায়ী বন্দর স্থাপন করা হচ্ছে। খবর বিবিসি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় সমুদ্রপথে ত্রাণ পাঠানোর ঘোষণা ৩৬ ঘন্টার মধ্যেই সামরিক বাহিনীর একটি দল বন্দর স্থাপনের সরঞ্জাম নিয়ে রওনা হয়। জাতিসংঘ ইতিমধ্যে বলেছে, গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ‘প্রায় অনিবার্য’ এবং শিশুরা অনাহারে মারা যাচ্ছে।
স্থল ও আকাশপথে সাহায্য বিতরণ কঠিন এবং বিপজ্জনক। স্থলপথের সাহায্য ইসরায়েলি বাধার সম্মুখীন হচ্ছে। শুক্রবার আকাশপথে ফেলা ত্রাণ মাথায় পড়ে পাঁচজন নিহত হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্সের এক বিবৃতিতে জানিয়েছে, তারা গাজায় গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য সরবরাহের জন্য একটি অস্থায়ী বন্দর স্থাপনের জন্য প্রাথমিক সরঞ্জামবাহী জাহাজ পাথিয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন