আপডেট :

        নিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট

        লস এঞ্জেলেসে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু, পাঁচজন হাসপাতালে

        সরকারি শাটডাউনে বিপর্যস্ত পরিবারগুলোর জন্য কার্ল’স জুনিয়রের ১ ডলারের খাবার উদ্যোগ

        লস এঞ্জেলেসের সান ফার্নান্দো ভ্যালিতে গুলিবর্ষণ, আহত একাধিক ব্যক্তি

        ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা অস্বীকার করলেন ট্রাম্প

        শাটডাউনের সময় খাদ্য সহায়তা বন্ধ করা যাবে না: মার্কিন আদালতের রায়

        মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণে নিহত ২৩

        নিউহলে হ্যালোইন পার্টিতে গুলিবর্ষণ, নিহত ১

        যুক্তরাষ্ট্রে আরও এক রোগীর শরীরে মাংকিপক্স শনাক্ত, নাইজেরিয়া থেকে ফিরেছিলেন আক্রান্ত ব্যক্তি

        নাইজেরিয়ায় খ্রিষ্টান হত্যার অভিযোগে সামরিক পদক্ষেপের হুমকি ট্রাম্পের

        লস এঞ্জেলেসে ডজার্সের বিজয় উৎসব: সোমবার অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড সিরিজ প্যারেড

        লস এঞ্জেলেসে বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত ১

        মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিমা খরচে তীব্র উল্লম্ফনের আশঙ্কা

        মার্কিন বিমানবন্দরে মারাত্মক বিশৃঙ্খলা: কর্মী সংকটে ব্যাহত বিমান চলাচল

        মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আইরিশ নাগরিকদের নির্বাসন ৫০% এর বেশি বেড়েছে

        বলিউড বাদশাহর আজ ৬০ বছর, শুভ জন্মদিন শাহরুখ খান

        বলিউড বাদশাহর আজ ৬০ বছর, শুভ জন্মদিন শাহরুখ খান

        খ্রিস্টানদের হত্যার অভিযোগে নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি ট্রাম্পের

        বিরতির পর লিটনের ট্রাস্ট: বাংলাদেশ টি-টোয়েন্টি স্কয়াডে নতুন জীবন!

        অর্ধেকেরও বেশি ব্যাংক সাইবার হামলা প্রতিরোধে অক্ষম

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সুবিয়ান্তো, চ্যালেঞ্জ ছুড়লেন দুই প্রতিদ্বন্দ্বী

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সুবিয়ান্তো, চ্যালেঞ্জ ছুড়লেন দুই প্রতিদ্বন্দ্বী

ছবিঃ এলএবাংলাটাইমস

দুই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাবোও সুবিয়ান্তো। গতকাল বুধবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোটাভুটিতেই প্রেসিডেন্ট হওয়ার জন্য যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন এই নেতা। তবে সুবিয়ান্তোর দুই প্রতিদ্বন্দ্বী বলেছেন, তাঁরা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করতে আদালতে যাবেন।

গত মাসে ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পরপরই অনানুষ্ঠানিক ভোট গণনায় প্রতিরক্ষামন্ত্রী সুবিয়ান্তো এবং তাঁর ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। গতকাল তাঁদের আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জিবরান রাকাবুমিং রাকা হলেন বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর বড় ছেলে।

ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান হাসিম আসারি গতকাল বলেন, ৯ কোটি ৬০ লাখেরও বেশি ভোট পেয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে জয়ী হয়েছেন। মোট ভোটের ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন তাঁরা, যা প্রথম দফায় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যথেষ্ট। আসিয়ারি আরও বলেন, ২০ মার্চ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

ইন্দোনেশিয়ার নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি প্রথম দফায় ৫০ শতাংশ ভোট নিশ্চিত না করতে পারেন, তবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। তবে সুবিয়ান্তো তা এড়াতে পেরেছেন।

নির্বাচনে সুবিয়ান্তোর দুই প্রতিদ্বন্দ্বী হলেন জাকার্তার সাবেক গভর্নর আনিস বাসওয়েদান এবং সেন্ট্রাল জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোয়ো। আনিস ২৪ দশমিক ৯ শতাংশ এবং গাঞ্জার ১৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন। আনিস ও গাঞ্জার দুজনই বলেছেন, নির্বাচনে অনিয়ম ও জালিয়াতি নিয়ে সাংবিধানিক আদালতে অভিযোগ জানাবেন তাঁরা।

ইন্দোনেশিয়ায় গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি পার্লামেন্ট সদস্য এবং আঞ্চলিক আইনপ্রণেতা নির্বাচনের জন্যও ভোট অনুষ্ঠিত হয়। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ১৬ কোটি ৪০ লাখের বেশি মানুষ ভোট দিয়েছে। অর্থাৎ নির্বাচনে প্রায় ৮০ ভাগ ভোটার উপস্থিতি ছিল।

গতকাল আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর ৭২ বছর বয়সী সুবিয়ান্তো জাকার্তায় নিজ বাড়ির সামনে সমবেত সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন। প্রেসিডেন্ট নির্বাচিত করায় ইন্দোনেশিয়ার জনগণ এবং নিজ দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সুবিয়ান্তো বলেন, ‘কেপিইউ (নির্বাচন কমিশন) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের যে ফল ঘোষণা করেছে, তাতে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইন্দোনেশিয়ার যেসব মানুষ ভোটাধিকার চর্চা করেছেন, তাঁদের সবার প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি ও উচ্ছ্বসিত প্রশংসা করছি।’

ইতিমধ্যে বিভিন্ন দেশের নেতারা সুবিয়ান্তোকে অভিনন্দন জানিয়েছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এক বিবৃতিতে আশা প্রকাশ করেছেন, সুবিয়ান্তোর নেতৃত্বাধীন ইন্দোনেশিয়ার সঙ্গে জার্মানির কৌশলগত সহযোগিতার সম্পর্ক আরও গভীর হবে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়াতে সুবিয়ান্তোর সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে দেশটি।

নির্বাচনে জয়ী হওয়ায় আজ বৃহস্পতিবার সুবিয়ান্তোকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

শেয়ার করুন

পাঠকের মতামত