আপডেট :

        নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার

        ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের

        জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক পরিষদ গঠনের উদ্যোগ

        সনাতন ধর্মীয় তীর্থস্থানে উসকানি প্রতিরোধে প্রশাসনকে নির্দেশ

        বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

        হিজাব নিয়ে বিতর্কে ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত, তদন্তের প্রতিশ্রুতি

        প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

        ডাচ ক্রিকেট দলে নতুন মুখ: সিলেটে বাংলাদেশ সিরিজের জন্য তিন পরিবর্তন

        শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু

        অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে 'দুর্বল নেতৃত্বের ফল' বলে আখ্যায়িত করল ইরান

        দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

        ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

        ক্যালিফোর্নিয়ার অ্যাকটনে গাড়ির ভেতরে দুইজনের মরদেহ উদ্ধার

        মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জয়: ৩৭% শ্রমিক বাংলাদেশি

        স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

        সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

মস্কোয় হামলার ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা ও প্রতিবাদ

মস্কোয় হামলার ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা ও প্রতিবাদ

ছবিঃ এলএবাংলাটাইমস

মস্কোয় কনসার্টে অংশগ্রহণ করতে যাওয়া ব্যক্তিদের ওপর গুলিবর্ষণে অন্তত ৬০ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। হামলায় বিস্ফোরক দ্রব্যও ব্যবহার করা হয়। এতে ঘটনাস্থল ক্রোকাস সিটি হলে আগুন লেগে যায়। কয়েক দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি ছিল এটি।

এ ঘটনার জন্য কারা দায়ী, সে বিষয়ে তদন্ত শুরু করেছে রাশিয়া। বিখ্যাত রক ব্যান্ড পিকনিকের কনসার্ট উপভোগ করতে দশক–শ্রোতারা যখন ওই হলে আসন গ্রহণ করছিলেন, ঠিক তখন ভয়াবহ এ হামলা চালানো হয়।

আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) কনসার্টে হামলার দায় স্বীকার করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্বনেতারা।

হামলার ওই ঘটনায় বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক। তিনি বলেন, ‘মস্কোয় কনসার্ট হলে হামলায় অন্তত ৪০ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনার সম্ভব সর্বোচ্চ কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘপ্রধান।’ নিহত ব্যক্তিদের সংখ্যা বেড়ে যাওয়া বিষয়ে রুশ কর্তৃপক্ষের ঘোষণার আগে এ বিবৃতি দেওয়া হয়।

গুতেরেস এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিদের শোকাহত পরিবার, রাশিয়ার জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

মস্কোর ক্রাসনোগোরস্ক অঞ্চলে কনসার্ট হলে হামলাকে জঘন্য ও কাপুরুষোচিত কর্মকাণ্ড বলে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তারা বলেছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা এ নিন্দনীয় সন্ত্রাসী কাজে জড়িত অপরাধী, সংগঠক, অর্থের যোগানদাতা ও পৃষ্ঠপোষকদের জবাবদিহি করানো এবং তাদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

এলিসি প্রাসাদের এক বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, ক্রোকাস সিটি হলে ইসলামিক স্টেটের সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। এ ঘটনার ভুক্তভোগী ব্যক্তি, তাঁদের স্বজন ও রুশ জনগণের প্রতি ফ্রান্স তার সংহতি প্রকাশ করছে।  

হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ‘মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে নিরীহ মানুষের ওপর রোমহর্ষক হামলার চিত্রগুলো ভয়াবহ। হামলার নেপথ্যে কারা, তা দ্রুত স্পষ্ট করতে হবে। হামলার শিকার ব্যক্তিদের পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

এ হামলাকে জঘন্য সন্ত্রাসী কাজ বলে আখ্যায়িত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, ‘মস্কোয় নিরপরাধ বেসামরিক লোকজনের ওপর চালানো ভয়াবহ হত্যাকাণ্ড অগ্রহণযোগ্য।’ হামলায় ভুক্তভোগী ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি মেলোনি তাঁর পূর্ণ সংহতির কথা জানান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত