জনির এজেন্ট ডেভিড শউল অভিনেতার মৃত্যু
হলিউড নায়ক জনি ওয়াকটরকে গুলি করে হত্যা করেছে এক চোর। মাত্র ৩৭ বছর বয়সে অভিনেতার মৃত্যুতে স্তম্ভিত ভক্তরা। ‘জেনারেল হসপিটাল’-এ ব্র্যান্ডো করবিনের ভূমিকায় অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলসে পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার দিবাগত রাত ৩.২৫-এ জনিকে নৃশংসভাবে গুলি করা হয়েছে।
ঘটনার পরই অভিনেতাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। জনির এজেন্ট ডেভিড শউল অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, একটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরি করতে দেখে তিনচোরকে বাধা দেওয়ার চেষ্টা করেন এ অভিনেতা। এসময় হাতাহাতিও হয় তাদের মধ্যে। এরপরেই তাকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন