আপডেট :

        ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা

        “ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ

        ক্লাব বিশ্বকাপে খেলায় Musiala ইনজুরিতে পরাজিত বায়ার্ন — PSG সেমিতে জয়ী

        করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে: একদিনে ২৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত, একজনের মৃত্যু

        “সাইফুল হক: রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে”

        পাওয়ার প্লেতে ব্যাটিং-ঝড় তোলায় দম বন্ধ করা পরিবেশ

        কার ওপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা

        “পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে আফগান সন্ত্রাসী গোষ্ঠীর ৩০ সদস্য নিহত”

        টেকনাফে ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পসহ ১৫০০ ঘরবাড়ি ডুবে গেছে

        ঢাকাতে উল্টো পথে রথ টেনে সম্পন্ন রথ উৎসব—ভক্তদের আনন্দ ও ধর্মীয় আবেগের মেলবন্ধন

        সংরক্ষণ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগ

        “দীর্ঘ মন্দা ভেঙে ঢেউ উঠছে: ১১ মাস পর শেয়ারদরের পুনর্গতি”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “মঈন খান: ফ্যাসিস্ট সরকারের আমলে গুম-হত্যা ছিল রুটিন কাজ”

        মালয়েশিয়া ‘জঙ্গি’ সন্দেহে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার; ঢাকা দিচ্ছে সহযোগিতার প্রতিশ্রুতি

        মালয়েশিয়া পুলিশের সতর্কতা: ভাঙলেও বাংলাদেশের জঙ্গি হুমকি মুছে যায়নি

        এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ নারী দল

        স্কুলে মোবাইল নিষেধাজ্ঞা কার্যকর: নেদারল্যান্ডে ফোকাস ও ফলাফলে বৃদ্ধি

        মঈন খান আ’লীগকে ‘পলায়নকারী শক্তি’ বললেন

লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টারমারের বিরুদ্ধে প্রার্থী ওয়েইছ ইসলাম

লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টারমারের বিরুদ্ধে প্রার্থী  ওয়েইছ ইসলাম

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টারমারের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ওয়েইছ ইসলাম। সেন্ট্রাল লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, লেবার পার্টি জয়ের সম্ভাবনা ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ে বেশি। লেবার পার্টি জয়ী হলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আসনে বসবেন কিয়ার স্টারমার। এ ছাড়া ২০১৫ সাল থেকে হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস সংসদীয় আসনের এমপি তিনি।


স্টারমারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে যুক্তরাজ্যের রাজনীতির মূলধারাসহ বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনায় রয়েছেন ওয়েইছ ইসলাম। ওয়েইছ প্রথম আলোকে বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্টারমারের কোনো জোরালো ভূমিকা না রাখা এবং যুদ্ধবিরতির পক্ষে না থাকায় তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন।

ওয়েইছ ইসলাম জানান, হলবর্ন ও সেন্ট প্যানক্রাস আসনে মুসলিম ভোটার অনেক। এই সংসদীয় এলাকার ব্রিটিশ বাংলাদেশি ও ব্রিটিশ সোমালিয়দের দাবি ছিল তাদের আসনের সংসদ সদস্য গাজায় যুদ্ধবিরতির জন্য পার্লামেন্টে ভূমিকা পালন করুক। কিন্তু স্টারমার ভোটারদের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছেন বিধায় ভোটারদের সমর্থন হারিয়েছেন।


নিজের জয়ের ব্যাপারে আশাবাদী ওয়েইচ। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আমাদের কমিউনিটির সবাই যদি এক হয়ে আমার পক্ষে কাজ করেন এবং ভোট দেন তাহলে আমার জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। এই আসনে প্রায় ৮৩ হাজার ভোটার রয়েছেন, যার মধ্যে প্রায় ৩২ হাজার ভোট মুসলিম। তাই আমরা যদি আমাদের ভোট মানবতার পক্ষে গাজার পক্ষে যুদ্ধ বন্ধের দাবিতে দিতে পারি, তাহলে বিজয় সম্ভব।’

জিতে গেলে স্টারমার আবাসন সমস্যা সমাধান, স্বাস্থ্যসেবা বেগবান করা, অপরাধ নিয়ন্ত্রণ, জীবনযাত্রার ব্যায় কমিয়ে আনা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের মতো বিষয়গুলোয় অগ্রাধিকার দেবেন।

স্টারমার ও ওয়েইছ ইসলাম ছাড়াও এই আসনে কনজারভেটিভ পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টির প্রার্থী মোট ১২ জন প্রার্থী রয়েছেন।

ওয়েইছ ইসলামের জন্ম ও বেড়ে ওঠা পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায়। লন্ডন গিল্ডহল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক করার পাশাপাশি লন্ডনের বিখ্যাত কুইনমেরী ইউনিভার্সিটি থেকে স্নাতোকত্তোর করেছেন। লেখাপড়া শেষে নেটওয়েস্ট ব্যাংকে পেশাগত জীবন শুরু করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন প্রয়োগকারী উপদেষ্টা হিসেবে কাজ করেন।

২০০৬ সালে ওয়েইছ ইসলাম টাওয়ার হ্যামলেটস বারার হোয়াইটচাপেলে ওয়ার্ড থেকে রেসপেক্ট পার্টির হয়ে কাউন্সিলর নির্বাচিত হন। ২০০৭ সালে তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পেনশন অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনীত হন। ২০০৮ সালে তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে অলিম্পিক দূত মনোনীত হন।

উল্লেখ্য যে, আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত