ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের সময় বাড়লো আরও দুই ঘণ্টা
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের সময় আরও দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণের সময় থাকলেও ৮টা পর্যন্ত ভোটের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়, গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহীম রাইসির মৃত্যুর পর দেশটির সংবিধান অনুযায়ী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে আজ ভোট দিচ্ছেন ভোটাররা।
কট্টরপন্থিদের একতা ধরে রাখতে অনুমোদিত ছয় প্রার্থীর দুইজন নির্বাচনের আগের দিন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। বাকি চারজনের মধ্যে এখন পর্যন্ত এগিয়ে আছেন মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডেল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
গণমাধ্যমটি বলছে দেশটির প্রাইভেট রিপাবলিকান গার্ড পোলিংয়ে উঠে এসেছে এই তথ্য। সেখানে বলা হয়েছে, মাসুদ পেজেশকিয়ান এবারের নির্বাচনে ৩৭ শতাংশ ভোট পেতে পারেন। যদি রেজাল্ট এমন হয় তাহলে নির্বাচন দ্বিতীয় ধাপে গড়ানোর সম্ভাবনাও রয়েছে।
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে মোট ভোটের ৫০ শতাংশ পেতে হবে। যদি কেউ এককভাবে এই ভোট পেতে ব্যর্থ হন তাহলে ভোট দ্বিতীয় ধাপে গড়াবে।
যা আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন