“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
জাপানে দফায় দফায় ভূমিকম্প
বাংলাদেশে ভূমিকম্পের ২৪ ঘণ্টার মাথায় এবার দক্ষিণ জাপানে দফায় দফায় শক্তিশালী মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে প্রথম ৬ .১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর ৬টা ৪২ মিনিটে ৪.৮ মাত্রার ভূমিকম্প হয়। এরপর আবারো ৭টা ৭, ৭টা ২২ এবং ৭টা ৩৮ মিনিটে যথাক্রমে ৫.৫, ৪.৮ এবং ৪.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ইউএসজিএস জরিপে প্রথম ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করা হয়েছে ৬.৪।
ফলে বন্ধ হয়ে গেছে ট্রেন যোগাযোগ, বিদ্যুৎ বিছিন্ন হয়ে গেছে কয়েকটি স্থানে। দেশটির কুমামতো ও কিয়েশু প্রদেশে এ ভূমিকম্প হলেও এতে পুরো জাপানই কেঁপে ওঠে। ইউএসজিএস এর তথ্যে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জাপানের ইউকি শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে এবং গভীর সমুদ্রের ১০ কিমি এলাকা জুড়ে।
কুমামতোর পুলিশ বলছে, একটি বাড়ি ধসে গেছে, আটকে গেছে কিছু মানুষ। বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর আসছে।
ওদিকে, প্রধানমন্ত্রী শিনজো আবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন।
শেয়ার করুন