মৌমিতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা
ভারতের ড. মৌমিতা দেবনাথ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শুক্রবার (১৬ আগস্ট ) মানববন্ধন করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ দিন বিকাল ৪টায় ক্যাম্পাস প্রাঙ্গণের তৃতীয় একাডেমিক ভবনের সামনে মানববন্ধনটি শুরু হয়। এতে শিক্ষকেরাও অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আব্দুল হালিম ড. মৌমিতার হত্যার বিচার চেয়ে বলেন, এইরকম জঘন্যতম ঘটনা যেন বাংলাদেশ কিংবা ভারতের কোনো জায়গায় আর না ঘটে।
মানববন্ধনে অংশ নেওয়া সুখী আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, এইরকম ঘটনা ২০১৬ সালে বাংলাদেশেও ঘটেছিল কিন্তু সে তার বিচার পাই। এবারও যেন এইরকম না হয়। ড. মৌমিতা হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার হয়। পৃথিবীর সব স্থানে যেন নারীরা নিরাপদ থাকেন।
আরেক শিক্ষার্থী মহসিন বলেন, আমরা এই নিষ্ঠুরতম ঘটনার তীব্র নিন্দা জানাই পাশাপাশি দোষীদের কঠোর বিচারের আহব্বান জানাচ্ছি।
উল্লেখ্য, গত ৯ ই আগস্ট ভারতের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ডা. মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনার পরই সমগ্র রাজ্য বিক্ষোভে ফেটে পড়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন